পেট ফাঁপার ঔষধের নাম

পেট ফাঁপার ঔষধের নাম

পেট ফাঁপার মূল কারণ হলো পেটের গ্যাস বা গ্যাস্ট্রিক। এই গ্যাস বা গ্যাস্ট্রিকের ফলে আমাদের পেট ফাঁপা বা ফুলে থাকে। এর পাশাপাশি হরমোন জনিত কারণ বা মানসিক চাপে পেটের ফাঁপা সমস্যাটি দেখা দিতে পারে।
একটা ছন্দ আছে যে "শরীর সুস্থ  থাকলে সব কিছু সুন্দর লাগে"। কিন্তু এখানে বলা যায় যে পেট ভালো থাকলেই সবকিছু ভালো লাগে। অনেক সময় খাবার হজমে নানা সমস্যার কারণে পেট কা ফাঁপা হয়ে থাকে। আমাদের মধ্যে অনেকে পেট ফাঁপার ঔষধের নাম বা ওষুধ সম্পর্কে জানতে চাই। আমরা এই পোস্টে পেট ফাঁপার ঔষধের নাম সম্পর্কে জানব।

পেট ফাঁপার কারণ

পেট ফাঁপার লক্ষণ:

আমাদের অনেক সময় অনাকাঙ্ক্ষিত ভাবেই  পেট ফুলে ওঠে বা  পেট ফাঁপা দেখা দেয়। আমাদের পেট ফাঁপার ঔষধের নাম জানার আগে পেট পাবার কারণগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ পেট ফাঁপার কারণগুলো সঠিকভাবে প্রতিরোধ করতে পারলেই পেট ফাঁপা কমে যায়। এ কারণে আমাদের পেট ফাঁপার লক্ষণগুলো জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। 

পেট ফাঁপার লক্ষণ

বড়দের পেট ফাঁপার ঔষধের নাম:

  • Domin
  • Motifast
  • Dysnove
  • Omidon Tablet
পেট ফাঁপার ঔষধের নাম

বাচ্চাদের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়:

বাচ্চাদের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায় আলোচনা করা হলো। বাচ্চাদের ক্ষেত্রে পেট ফাঁপা অবস্থায় গুরুতরক সমস্যা। শিশুকে সঠিক পদ্ধতিতে দুধ পান করাতে হবে। অর্থাৎ শিশুকে দুধ পান করানোর সময় মাথা পেট থেকে কমপক্ষে এক হাত উঁচুতে থাকবে। আর শিশুকে বিছানায় রেখে দুধ না খাওয়ানোয়াই উত্তম।


বাচ্চাদের পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়

প্রত্যেক মায়ের উচিত শিশুকে কমপক্ষে ছয় মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো। কারণ বাইরে থেকে ক্রয় করা দুধে ক্ষতিকর উপাদান থাকে যা বড়দের ক্ষেত্রে ফলপ্রসূ না হলেও শিশুদের ক্ষেত্রে অনেক বেশি ফলপ্রসূ হয়ে থাকে যার কারণে তাদের পেটে গ্যাসের পেটে গ্যাসের সৃষ্টি হয়।

শিশুকে দুধ খাওয়ানোর পর পরই শুয়ে দেওয়া উচিত নয় কমপক্ষে পাঁচ মিনিট কাঁধে করে নিয়ে  হাঁটা চলা করা উচিত।
মায়েদের যে সমস্ত খাবার খেলে তাদের গ্যাস হতে পারে বা অন্যান্য সমস্যা হতে পারে সেসব খাবার পরিহার করায় উত্তম। কারণ সে সমস্ত খাবার খেলে তাদের শিশুদেরও সমস্যা হতে পারে।

শিশুদের কিছুক্ষণ উপুড় করে শুয়ে রাখলেও পেটের গ্যাস অনেকটা  বের হয়ে যায়।

শিশুর শরীর হালকা গরম পানি দিয়ে মুছিয়ে দিলে বা গোসল করিয়ে দিলে গ্যাস বের হওয়াটা ত্বরান্বিতহয়।



বাচ্চাদের পেট ফাঁপার ঔষধের নাম:

বাচ্চাদের পেট ফাঁপা ঔষধের মধ্যে যেগুলো সবথেকে ভালো তার কয়েকটি নিচে দেওয়া
হলো। যা বাচ্চাদের পেট ফাঁপা কমাতে সাহায্য করে। বাচ্চাদের পেট ফাঁপার ঔষধের নাম:
  • Agerd capsule
  • Domin
  • Flacol Tablet
  • Omidon Tablet

বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা ও দাম:

বাজারে বিভিন্ন ধরনের বাচ্চাদের গ্যাসের ঔষধ পাওয়া যায়। বাচ্চাদের এই সাধারণ গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা ও দাম উল্লেখ করা হলো:

ঔষধের নাম
কম্পানির নাম
দাম
Pedicon 
Orion
30 Tk
Simet
Aci
30 Tk
Neodrop
Beximco
30 Tk
Semecon
Drug
46 Tk
Naunehal
Harbal
75 Tk
Lefoan
Incepta
30 Tk
Gasnil
Eskayef
30 Tk
Flatunil
Acme
35 Tk

Countdown Timer
00:03
Previous Post
No Comment
Add Comment
comment url