সবচেয়ে বেশি ব্যালন ডি'অর কার
সবচেয়ে বেশি ব্যালন ডি'অর কার
আপনি যদি একজন ফুটবলপ্রেমী হয়ে থাকেন, তাহলে আপনার অবশ্যই জানা উচিত সবচেয়ে বেশি ব্যালন ডি'অর কার। ফুটবল বিশ্বের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার হচ্ছে ব্যালন ডি'অর। এই ব্যালন ডি'অর পাওয়ার জন্য একজন ফুটবল অনেক ত্যাগ স্বীকার করে থাকেন এবং অনেক পরিশ্রম করে থাকেন। সেরাদের তালিকায় এমন কোন প্লেয়ার নেই যে যার ঝুলিতে নেই একটি ব্যালন ডি’অর।
মেসির ব্যালন ডি'অর কয়টি:
লিওনেল মেসি এই পর্যন্ত ৮টি ব্যালন ডি’অর জিতে সর্বপ্রথম স্থান দখল করে নিয়েছে।
রোনালদোর ব্যালন ডি'অর কয়টি:
রোনালদো মেসির থেকে ৩ টি ব্যালন ডি'অর কম অর্জন করে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। রোনালদোর ব্যালন ডি’অর সংখ্যা ৫ টি।
মিশেল প্লাতিনি ব্যালন ডি'অর কয়টি:
মিশেল প্লাতিনি ৩টি ব্যালন ডি'অর জিতে তৃতীয় স্থানে অবস্থান করেছে।
মার্কো ফন বাস্তেন ব্যালন ডি'অর কয়টি:
মার্কো ফন ৩ টি ব্যালন ডি অর জিতে তিনিও তৃতীয় স্থানে অবস্থান করেছে।
ইয়োহান ক্রুইফ ব্যালন ডি'অর কয়টি:
অন্য দুজনের মত ইয়োহান ক্রুইফ ৩টি ব্যালন ডি'অর জিতে তৃতীয় স্থানে অবস্থান করছেন।
কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়-২০২৪>>>
২টি ব্যালন ডি'অর জিতেছে ৪জন প্লেয়ার:
- ফ্রাঞ্জ বেকেনবাওয়ার
- আলফ্রেদো দি স্তেফানো
- কেভিন কিগান
- রোনালদো
- কার্ল-হাইন্ৎস রুমেনিগে
এই চারজন দুটি করে ব্যালন ডি অর জিতে চতুর্থ স্থানে অবস্থান করছে।